ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১২ চলছে। নতুন ভোটার নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে ৩০ জুলাই ২০১২ তারিখ হতে। আগামী ০৮ আগষ্ট ২০১২ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। যারা বাড়ির বাইরে অবস্থান করছেন তারা বাড়ির লোকদের মাধ্যমে নিজের নাম তথ্য সংগ্রহকারীর রেজিষ্টারে অর্ন্তভুক্ত করতে পারবেন। তাহলে রেজিষ্ট্রেশন চলাকালীন সময়ে ভোটার হতে পারবেন অন্যথায় কোন অবস্থাতেই ভোটার হতে পারবেন না।
আর যারা ছবিসহ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত ছিলেন কিন্তু মারা গিয়েছেন তাদের নাম কর্তনের জন্য তথ্যসংগ্রহকারীকে তথ্য সরবরাহ করতে হবে। যারা পূর্বে ভোটার আছেন তারা আর ভোটার হতে পারবেন না। কেননা দুইবার ভোটার হলে ৬ মাসের জেল ও ২ হাজার টাকা জরিমানা বিধান রয়েছে। দুইবার ভোটার আছে কিনা এটা ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে চিহ্নিত করা হয়ে থাকে। এছাড়া যারা শৈলকুপা উপজেলার কোন ভোটার এলাকা বা শৈলকুপা উপজেলার বাইরে ভোটার আছেন তারা ভোটার স্থানান্তর করতে পারবেন।
স্থানান্তরের জন্য শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ পূর্বক নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।