২০১২ সালে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় কমপক্ষে ৬৭ জন খুন হয়েছে এর মধ্যে ১০ জন নারী ও শিশু রয়েছে। - খবর ওয়ান নিউজ এর রাজনৈতিক, সামাজিক কোন্দল, জমাজমি নিয়ে সংঘর্ষ ও যৌতুক এসব হত্যাকান্ডের কারন। ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা সূত্রে জানা যায়, এ জেলায় জানুয়ারী ৫ জন, ফেব্রুয়ারীতে ৩ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ৪ জন, মেতে ৩ জন, জুনে ৯ জন, জুলাইয়ে ৫ জন, আগষ্টে ৬ জন, সেপ্টেম্বরে ১৩ জন, অক্টোবরে ৬ জন, নভেম্বরে ৬ জন এবং ডিসেম্বর মাসে ১ জন খুন হয়। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার পঙ্কজ ভূট্টাচর্য ওয়ান নিউজ বিডি ডট কম ’কে জানান তুলনামুলক ভাবে এই জেলার আইন শৃঙ্খলা অনেক ভালো। যে কটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার অধিকাংশ যৌতুক, সামাজিক ও রাজনৈতিক কারনে ঘটেছে। তাছাড়া চরমপন্থীদের তৎপরতা নেই বললেই চলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।