আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহ থেকে ঢাকাগামী সকল পরিবহন চলাচল বন্ধ

ঝিনাইদহ থেকে ঢাকাগামী সকল পরিবহন আজ দুপুর ১২টার পর থেকে অনিদর্ষ্টি কালের জন্য বন্ধ হয়ে গেছে। ঝিনাইদহে থেকে ছেড়ে যাওয়া ২৬টি পরিবহনের বাস চলাচল করছে না। ফলে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে।

ঝিনাইদহ বাস টার্মিনালে কমর্রত বিভিন্ন পরিবহনের এজেন্টরা জানান, আজ দুপুর ১২টার দিকে সদর থানার উপ-সহকারী পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা এসে উপরের নির্দেশের কথা বলে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখার জন্যে বলে যান। ওই পুলিশ কর্মকর্তা বলে যাওয়ার পর থেকেই পরিবহন কাউন্টারেরর এজেন্টরা ঢাকাগামী পরিবহনের সকল বাস চলাচল অনিদর্ষ্টিকালের জন্য বন্ধ করে দেন।

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতি সুত্রে জানা গেছে ঝিনাইদহ জেলার উপর দিয়ে রয়েল, জেআর, পুর্বাশা, দর্শনা ডিলাক্স, এসআরজি লাইন, এসএম, এআর, উত্তরা, একতা, হানিফ, দিগন্ত,এসবি, জেএল, মেহেরপুর ডিলাক্স, সুমন ডিলাক্স সেঞ্চুরী, সোহেলী, ইউনিক, আরপি, কোহিনুর, মামুন, রাজধানী, সিডি,সোনালী, ঈগল ও শ্যমলী, যাতায়াত করে। ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনালে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছিুক কয়েকজন সময় নিয়ন্ত্রক (স্টাটার) অভিযোগ করেন, ঝিনাইদহ সদর থানার এসআই মিলন মৈত্র ঢাকাগামী পরিবহন চলাচল ও কাউন্টার বন্ধ করে দেন।

তাদের অভিযোগ পুলিশ দিয়ে হঠাত্ এ ভাবে পরিবহন বন্ধ করে দেওয়ায় টার্মিনালে পড়ে থাকা লাখ লাখ টাকার কাচামাল বিনষ্ট হওয়ার আশংকা রয়েছে। তাদের ধারনা ২৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটোর পতাকা হাতে ঢাকা চল কর্মসুচি যাতে সফল না হয় সে জন্য সরকারের নির্দেশে পুলিশ পরিবহন বন্ধ করে দিতে পারে। ঢাকাগামী পরিবহন হঠাত্ করে বন্ধের বিষয়টি নিয়ে ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনালের চেকপোষ্টে আজ দুপুরে কমর্রত ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মিলন মৈত্র জানান, পুলিশ কোন বাস চলাচল বন্ধ করেনি।

মালিক সমিতি বিষয়টি ভাল বলতে পারবেন বলেও মিলন মৈত্র জানান।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সরকারের নির্দেশে হয়তো পরিবহন মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দিতে পারে। বাস বন্ধের সঙ্গে পুলিশ জড়িত নয়। তবে বাস বন্ধের ব্যাপারে ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতির কোন নেতা মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হয় নি।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.