সাংবাদিক, শিক্ষক
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের একদিন আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেককে চাপ প্রয়োগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। তবে তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মেয়র প্রার্থী আব্দুল খালেক গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় সেনা মোতায়েনের দাবি জানিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, শুক্রবার দুপুরে কয়েকজন আওয়ামী লীগ নেতা তার শেরেবাংলা সড়কের নির্বাচনী কার্যালয়ে আসেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ মহাজোট প্রার্থী সাইদুল করিম মিন্টুর একক সমর্থনে খালেককে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন। এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন আব্দুল খালেক।
তিনি নির্বাচনী কাজে হস্তক্ষেপকে বেআইনি ও আচরণ বিধি লঙ্ঘন বলে দাবি করেন।
এদিকে আব্দুল খালেকের স্ত্রী, পুত্র ও কন্যা পিতার ওপর চাপ প্রয়োগের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে ছেলে ও মেয়ে শুক্রবার বেলা ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাত্র দুই দিন আগে এভাবে মানসিক নির্যাতনে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বসে পড়ার গুজব ছড়ানো হলেও বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক জানান, তিনি নির্বাচন করছেন এবং আনারস প্রতীক নিয়ে যথারীতি ভোটের কাজ চালাচ্ছেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।