আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের পাল্টা সাংবাদিক সম্মেলন

ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে অবৈধ এ্যাডহক কমিটির আহবায়ক হাবিবুর রহমান রিজুর বিরুদ্ধে পাল্টা সংবাদিক সম্মেলন করেছেন সমিতির সভাপতি উজ্জল বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার।

এঘটনায় বাস-মিনিবাস শ্রমিকরা দু'গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি উজ্জল বিশ্বাস।

তিনি বলেন, ২০১২ সালের ৩ আগষ্ট গোপন ব্যালটের মাধ্যমে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উজ্জল বিশ্বাস সভাপতি ও আব্দুল গাফফার বিশ্বাস সাধারন সম্পাদকসহ ২৩ সদস্য বিশষ্টি কমিটি নির্বাচিত হয়। তাদের মেয়াদ ২০১৫ সালের ২ আগষ্ট থাকা স্বত্তেও কথিত আহবায়ক হাবিবুর রহমান রিজু এক সময় ছাত্র মৈত্রীর করত। ওই সে কেসি কলেজের ভিপি শাহজাহান মিঠু ও ছাত্রলীগ নেতা সেকেন্ডার আলীকে হত্যা করে। ষড়যন্ত্র মাধ্যমে রিজু ইউনিয়নের আহবায়ক সেজে সড়কে বেপরোয়া চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা লুটপাট করে চলছে।

গত ২০১৩ সালের ২৯ অক্টোবর খুলনা বিভাগীয় যুগ্ন শ্রম  পরিচালক ও রেজষ্ট্রিার অব-ট্রেড ইউনিয়নের এম, কে আলম স্বাক্ষরিত ২৪৮০ নং স্বারকে এক চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে গঠনতন্ত্রের বাইরে কোনরুপ এ্যাডহক কমিটি গঠন করার সুযোগ নেই। কিন্তু ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সেটা অমান্য করে তিনি দায়িত্বপ্রাপ্ত সেজে এ্যাডহক কমিটি ঘোষনা করেন। এসবের প্রতিবাদ করতে সমিতির অফিসে গেলে মেয়রের লাইসেন্সকৃত শটগান দিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন।

উল্লেখ্যঃ গত ৮ এপ্রিল ঝিনাইদহ জেলা-বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের এ্যাডহক কমিটির আহবায়ক হাবিবুর রহমান রিজু সমিতির নিজস্ব কার্যালয়ে দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে এক সংবাদিক সম্মেলন করেন।

এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের বর্তমান সাধারন সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাস, শ্রম কল্যান সম্পাদক ইফাজ উদ্দিন, উপদেষ্টা আব্বাস উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.