আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহ পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ পুলিশ লাইনস মাঠে ঝিনাইদহ পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কেএম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ'র ডিআইজি এসএম মনিরুজ্জামান বিপিএম ও ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল মা'বুদ, সাধারন সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, ঝিনাইদহ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আমির হোসেন মালিথা, মুক্তিযোদ্ধা মকবুল হোসেনসহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, এসআই কামরুজ্জামান,গান্না ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম লিটন  প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কেএম শহীদুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রাতে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করবেন ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.