'প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।' {সূরা আল-আনকাবূত,আয়াত : ৫৭} ছন্নছাড়া বাউন্ডুলে দলবল সব কোথায় ওরে? অতীত স্মৃতি আমায় ডাকে মনের ঘরে কড়া নাড়ে। একসাথে সেই স্কুল যাওয়া শেষ পিরিয়ড ফাঁকি দেওয়া রোজ নালিশে বেতের বাড়ি ভাতের সাথে দিতাম আড়ি। টিফিন শেষে তবুও রোজ ফল বাগানে চলতো খোঁজ, আম,জাম,পেয়ারা,কাঠাল লেবু,লিচু নয় পাকা তাল। কোন পাখিতে করলো ছানা তার বাসাতেই দিতাম হানা পাখির বাসা ভাঙ্গিনি, ছানা ধরেও আনিনি, তবুও পাখি উড়তে শিখে সেই বাসাতে আর ফেরেনি। কেঁদে কেঁদে পাখির নামে মায়ের কাছে দিতাম নালিশ জমে জমে পাহাড় হলেও কভু তার হয়নি সালিশ। দিনের শেষে ক্লান্ত হয়ে পাখির মত নীড়ে ফেরা বাহাদুরি সব ভয়ে পালাতো চলতো যখন বাবার জেরা। আজও ফিরি সন্ধ্যা হলে কাজের শেষে ছাদনা তলে কেউ থাকেনা আমার তরে চারদেয়ালের ছোট্ট ঘরে। হাতড়ে বেড়াই স্মৃতির সাগর নোনা জলে হাপসু নয়ন ফিরে পেতে সোনাভরা দিন যান্ত্রিক মন আনমনা হয় অনুক্ষন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।