দেখতে দেখতে জীবন থেকে কত কিছুই না শেষ
হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে মনে হয় মাত্র
প্রাইমারী বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম্। তখন মনের
মাঝে কত আশা ছিলো কবে হাই স্কুলে উঠব,বন্ধু-
বান্ধব নিয়ে ঘুরব,অনেক মজা করব। হাই
স্কুলে এডমিশন নিয়েছিলাম্। ক্লাস এইটের
বৃত্তি পরীক্ষা দিলাম্।
তারপর ক্লাস নাইন তারপর
টেন এস্,এস্,সি পরীক্ষা দিলাম্। কত আশা কলেজে পরব।
অনেক উৎসাহ উদ্দিপনা নিয়ে কলেজে এডমিশন
নিলাম অনেক ভালো রেজাল্ট নিয়ে। কলেজে ভর্তির
আরো ২টা বছর চলে গেল টেরই পেলাম না।
সম্প্রতি এইস্,এস্,সি ফাইনাল পরীক্ষা দিচ্ছি।
এটাও
প্রায় শেষ্। লাইফের অনেকটা অংশই
পিছনে ফেলে এসেছি। অনেক মিস করি সেই
ফেলে আসা দিনগুলোকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।