আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা দিন

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

পেছনে ফিরে তাকানোর সাহস আর নেই। ব্লাড প্রেসার এখন নিত্য ওঠানামা করে, বিনা প্রেসারে। ইজি চেয়ারে হেলান দিয়ে ভাবতে ভালই লাগে, "পুরোনো সেই দিনের কথা"। খবরের কাগজে চোখ বুলাই। খুঁজি কিশোর প্রেমের গল্প, কবিতা।

ওসবের বালাই নেই। আছে শুধু পুকুর চুরির গল্প। নীতিভ্রষ্ট রাজনীতির নানা প্যাঁচাল। এসব খবরে রীতিমত অরুচি ধরে গ্যাছে। মন খারাপ হয় না।

প্রেমে ব্যর্থতা, আত্মহত্যা, এসিড ছোঁড়া, অপহরণ একই খবর প্রতিদিন। প্রেমের সংজ্ঞাটা কী বদলে গেল সময়ের ব্যবধানে? ভালই যদি বাসবো তবে মন টানে কেন সর্বনাশে? বিপণন বিশ্বে আজ সবই পণ্য। দাম দিয়ে কিনতে হয় সবকিছু। মুক্ত বাজার অর্থনীতির ফাঁদে আটকে পড়েছি সবাই। নজরকাড়া বিজ্ঞাপন আর চটকদার মোড়কে ভালমন্দের কোন তফাত নেই।

ভালবাসা আর বিকোয় না মনের দামে। তুমি আমি দুজনেই আজ অচল মুদ্রা। এক পয়সার বিনিময় মূল্য নেই। মনের সওদা আর হবেনা কখনো। পেছনে তাকিয়ে কী লাভ? এইতো বেশ ভাল আছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।