আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা পথ

শুদ্ধতার আগুনে যেন সতত পুড়ি

বিজন মধ্যরাতের উল্কায় চড়ে কোনো কোনো দিন নিপূণ তস্করের ধরনে স্মৃতির জানালার ফাঁক গলে অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে ফেলে আসা সেই চিরচেনা মেঠোপথ; যে পথে তুমি আমি হাত ধরাধরি বেভুল পথিক রেখে গেছি কত পদচিহ্ন, মান-অভিমান। কখনো বা অলখে তোমার অতি প্রগলভতায় খসে গিয়ে কপালের কালো টিপ পথেরই কোনো বাঁকে অথবা ধূলোর ছায়ায় হারিয়ে গেছে কতদিন চিরতরে। বিন্দু থেকে ক্রমশ দৃশ্যমান হতে হতে একেবেঁকে এসে শেষে মিশে যায় যেন হৃদয়ের আঙিনায়, আমাদের সেই চিরচেনা পথ তোমার আমার প্রিয় সহচর; যে পথে তুমি আমি হাত ধরাধরি রেখে গেছি কত পদচিহ্ন, মান-অভিমান। অথচ সে পথেই চির বিদায়ের রথে তুমি চলে গেলে একাকিনী, নির্বাসিতা জীবনের খেলাঘর ফেলে কার অনুগামী না জেনে বা না দেখেই পরলে সিঁদুর। ২২.৯.২০১০ ***ভিন্ন ব্লগে আগে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।