আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo ঠান্ডা বাতাসে রুমের পর্দাগুলো
যখন এলো মেলো হয়ে যায়,
তখন ইচ্ছে হয়, ভালোবাসি।
যখন কোন ছুটির দিনের বিকেলে
রিক্সায় একা ঘুড়ে বেড়াই,
তখন ইচ্ছে হয়, ভালোবাসি।
কোন এক মেঘলা সকালে
যখন টুপটাপ বৃষ্টি পড়ে,
তখন ইচ্ছে হয়, ভালোবাসি।
রাতের আধারে ক্লান্ত যখন আমি
শুধু এপাশ থেকে ওপাশ করি
তখন ইচ্ছে হয়, ভালোবাসি।
কিন্তু চাইলেই কি আর ভালোবাসা যায়,
ভালোবাসা সে তো বন্দী তোমারই কাছে।
তোমার সাথে সেও হারিয়ে গেছে
কোন এক অজানা অভিমান করে।
যেভাবে আমাকে দিয়েছ মুক্ত করে,
সেভাবে দাও না আমার ভালোবাসাকে মুক্ত করে।
ভালোবাসার জন্য আমার আজীবন লালিত স্বপ্ন
তুমি দাও না পূরন করে।
দেখতে দাও আমাকে
ভালোবাসাময় এই পৃথিবীকে
আমি খুব বেশি কবিতা লিখতে পারি না।
সামুতে এত ভালো ভালো কবি আছেন, তাদের সামনে আমার এই কবিতাগুলো হয়ত নিতান্তই হাস্যরস যোগাবে। কিন্তু হাস্যরস তৈরি করতে পারাটাও অনেক বড় ব্যাপার।
আগের কবিতার গুলোঃ
কিছু এলোমেলো কাব্য
হঠাৎ একদিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।