আমাদের কথা খুঁজে নিন

   

বন্দী ।

সময়ের সাথে সাথে জাতিকে কে জাগ্রত করব আমরা ক্ষিপ্ত তরুণরা। একটা শালিক পাখি ছিল সে ছিল বন্দী খাচায়, তাকাত সে আকাশ পানে খাঁচা ভেঙ্গে নীল আকাশে সে হারাতে চায়। অসহায় চোখে তাকায় সে আকাশে বাকি পাখিরা উড়ছে মুক্ত রাজার বেশে, বৃষ্টির জলে ভিজেনা সে হল অনেক দিন বাতাসের তালে তালে ডানা মেলে সন্ধ্যা শেষে। ভয়ে থাকে সে নিষ্প্রাণ মনে কবে উড়বে সে মুক্ত আকাশে, বন্দী জীবনে শুনেনা কেউ তার চিৎকার মুক্তি দাও মুক্তি চাই মুক্ত হব আবার করব শুরু উরব আমি মুক্ত রাজার বেশে...........। মুক্তি দাও মুক্তি চাই মুক্ত হব বলে সে। (অবশেষে মুক্তি পেল সে হারিয়ে গেল নীল আকাশের বুকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।