আমাদের কথা খুঁজে নিন

   

বন্দী

কেউ বোঝে না এই আমারে মনের বেদন, দুঃখ চেতন , কেউ দেখেনা কষ্ট আমার নিজেই থাকি নিজের মতন । কেউ ভাবে না আমার কথা একলা ই সই বুকের ব্যথা , মধ্য রাতের পথের মতন সময় আমার শূন্য খাতা । জমাট বাঁধা ইচ্ছে আমার বৃষ্টি হয়ে যায় ঝরে যায় , কোথায় যে যাই সব হারিয়ে অতীত নামের মিথ্যে মায়ায় । দূর আকাশের নীলের মাঝে মেঘেদের ওই পথ চলাচল , তেমনি কিছু অমর সৃতি মনটা আমার রাখছে শীতল । পথের সাথে পথিক যেমন দুঃখের সাথে আমি , আমার আপন কষ্টরা সব সুখের চেয়েও দামী । তাইতো আমি করে নিলাম ব্যাথার সাথে সন্ধি , নীরব জ্বালার চারটি দেয়াল আমি, তারি মাঝেই বন্দী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।