আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ি

একজন মানুষ যে হারতে রাজি নয় ৷ মন যে আমার নীলচে আকাশ, নাই যে তাতে ঘুড়ি। নাটাই হাতে একলা আমি, ঘুড়ি গেছে চুরি। ঘুড়ির সুতা কাইটা গেছে, ঘুড়ি আমার উইরা গেছে। ঘুড়ির পিছে ছুটছি আমি, আরেক বাড়ির ছাদের পিছে। ঘুড়ি আমার উইরা গেল, সুতা গুলা পইরা গেল। নাটাই হাতে একলা আমি, আকাশ পানে চাইয়া থাকি। কই যে গেল মনের ঘুড়ি, একলা বইসা থাকি। ঘুড়ি আমার উইরা গেল, দিল মোরে ফাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।