জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। মন চলে যায় অনেক দূরে- মনটা হলো ঘুড়ি, উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি। তেপান্তরের মাঠ পেরিয়ে স্বপ্নলোকের পাড়ে- আমার এ মন উদাস-কবি খুঁজে বেড়ায় কারে? সত্যালোকের সুন্দরতায় খুঁজছি তারে ঘুরি’; উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি। নীলের আঁকা আকাশ তলে দেখি তাহার ছবি, মন উদাসী বিমল হাসি ছড়ায়ে দেয় কবি! আমার ঘরে কে আসিয়া করে হৃদয় চুরি? উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি। কৃষ্ণচুড়ার লাল লালিমায় তাহার ছবি আঁকি, তুলে দিলাম যা ছিলো মোর, নেইকো কিছু বাকি; নিঃশ্ব হলাম বিশ্ব মাঝে, নাচছি দিয়ে তুড়ি; উড়ি উড়ি উড়ি আমি আকাশ পাড়ে উড়ি। নদীর জলে, ফুলের তলে তাহার আসনখান, সেতো আমার ঘোর পূর্ণিমার উজল জ্যোতির চাঁন। তাহার তরে আমার ঘরে সুবাস ভুরি ভুরি; উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি। মন চলে যায অনেক দূরে- মনটা হলো ঘুড়ি, উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।