আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ি

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

একের পর এক বৃত্ত আঁকতে আঁকতে মাটিতে তাকায় ঘূর্ণায়মান ঘুড়িটা একটা স্বপ্নের মতো মাঠের দিকে। জনবিরল মাঠ। কোন এক মা কাঁদছে কুটিরে বসে তার ছেলেটির জন্যে ঃ ''এসো বুকের দুধ খাও, এসো, নাও এই রুটিটা বড় হও, নম্র হও, আস্থা রাখ ঈশ্বরে।" পার হয়ে যায় কত যুগ, চলতেই থাকে অন্তহীন যুদ্ধের দাপট দপ করে জ্বলে ওঠে আগুন পুড়ে খাক হয়ে যায় গ্রামের পর গ্রাম, তুমি আজও সেই একই, আমার স্বদেশ, তোমর সুপ্রাচীন সৌন্দর্য আর অশ্রুর ছোপে করুণ, আর কতকাল কাঁদবে ঐ অভাগিনী মা আর কতকাল আকাশে পাক খাবে ঐ ঘুড়ি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।