আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বৃত্তবন্দী

সংসার সাগর এক সারক্যাস্‌ম, ছিনিমিনি করে শুধু বাঁচা; আশা তার একমাত্র খাঁচা! অনেক তো হলো এবার এসো তোমাকে গল্প শুনাই, সোনালী রোদের গল্প, ক্লান্ত মানুষের ছায়ার গল্প অথবা, কোনো দুরন্ত প্রজাপতির… প্রস্ফুটিত সূর্যমুখীর উপর বাতাসে দোল খাওয়ার গল্প। এরা অনেকদিন আমার গল্প হয়ে ছিল আবার প্রকৃতির অবারিত নিয়মে, যেহেতু পৃথিবীটা গোল এবং ক্রমান্নয়ে ঘুরছে তারাও আবর্তিত হয়ে আমার কক্ষপথ থেকে সরে গেল! আমি দুঃখ করিনা, কারন, আমি নতুন এক গল্প পেয়েছি। এক নিঃসঙ্গ পথিকের গল্প, যে নির্জন পথের মতই বিষন্ন-আমি তাকে সঙ্গ দেই তাকে আমার বহুদিনের জমানো গল্প শোনাই এক বিদগ্ধ পথিক বিমুগ্ধ হয়ে শোনে- বিমুর্ত জীবনের গল্প। জানি একসময় তাকেও বিদায় দিতে হবে। প্রকৃতির অবারিত নিয়ম! মৃত্যুর মত সত্য হয়ে ধ্রুবতারা সেজে কেউ আসেনা! আমিও তো প্রেয়সী নই, নই প্রিয়ংবদা হতে পারিনি রোদেলা দুপুরে মধ্য পুকুরে অবাধ সাতার কাটা কোনো গ্রাম্য মেয়ে! বনলতা সেন এর মত করে কখনও বলতে পারিনি “এতদিন কোথায় ছিলেন?” বিশ্বসংসার তন্নতন্ন করে কেউ নিয়ে আসেনি ১০৮টি নীল পদ্ম! তবুও পৃথিবী যেহেতু গোল এবং ক্রমাগত ঘুরছে, প্রকৃতির অবারিত নিয়মে- আমরা বৃত্তবন্দী। কক্ষপথে ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে যেতে পারে, কোনো এক নির্জন পথে সেই নিসঙ্গ পথিকের সাথে। তাই আমি বিদায় বলিনা… বলি-‘এসো হে বন্ধু’! “জীবন যখন শুকায়ে যায় করুনাধারায় এসো"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।