আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্তবন্দী দাসত্ব...

মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব......

আর কত??বৃত্তের বাইরে যাবার দুর্বার ইচ্ছা নিয়ে প্রতিবার কেন্দ্রে ছিটকে পড়া...স্বপ্নভঙ্গের পরিচিত স্বাদ..অলস বন্ধ্যা সময়........ পালিয়ে যেতে গিয়েও বারবার ধরা পড়ে যাই নিজের ছায়ার পরিসীমায়...হেডফোনে অর্ণব গেয়ে চলেছে....."অবাক দুই চোখে ছায়া কাঁপে ভয়ে ,অভিমানে......."....গানটা শুনে আবারও গুরুর এক্টা গানের কথা মনে পড়ে...মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা...... অর্নবের গানটার সাথে মনের অবস্থাটা মিলে যাওয়ায় লাইন্টা মনে পড়ল। ঘোরলাগা সময় অথবা বিবর্ণ আমি............কে বেশি বিড়ম্বিত?? প্রশ্নটা অনেক্ষন ধরে ঘুরছে মাথায়............................................................................................. ........................................................জানি না............ ঘুম আসছে।এবার ঘুমাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।