To love what you do or to do what you love is the question to be answered! ইহা আমাদের একান্তই নিজস্ব, এর জন্যে আমরা অন্তত এতটুকু গর্ব করিয়া বুক চিতিয়া কহিতে পারিব, এই গুনে গুণান্বিত হইতে বাঙালি জাতি কাহারো উপরে নিরভর করে নাই। আমরা এতদিন অনেক কিছুই অনেক ভালভাবে করিয়া আসিয়াছি, কিন্তু মনে হয় না, এর থেকে ভালো আর কিছু করিয়াছি... ব্লগার ভাই-বোনেরা, আমার উপরে জানি আপনাদের রাগ হইতেছে, কিন্তু কি করিব??? আমি নিজেও যে বাঙালি, (এবং তাহাতে আমার নিজের কোনও সন্দেহ ও নাই) তাই তো কি কারণে আপনাদের মেজাজ এর তেরোটা বাজাইতেছি, উহাই লিখিতে পারিলাম না চিন্তা লইয়েন না, এই পোস্ট হইল ত্যানা প্যাঁচানো বিষয়ক এক গবেষণাপত্র। আর ইহা লিখিতে এত সময় নিলাম কারণ, আমিও যে ত্যানা ই প্যাচাইলাম কিয়ৎক্ষণ এখন, আসি কিভাবে আমরা (মানে বাঙ্গালিরা) এই মহতী ত্যানা প্যাঁচানো কার্যক্রম চালাইয়া থাকি, সেই প্রসঙ্গে। ইহা খুব ই জটিল একটি প্রক্রিয়া, এর জন্যে আপনাকে অবশ্যই ত্রিকালদর্শী হইতে হইবে, সামনে আপনার কিছু গুণমুগ্ধ (আপাতত যাহাদের আর কোনও গতি নাই এই রূপ হইলেও চলিবে) শ্রোতা থাকিবে, তাহারা যদি আবার চাটুকার হয়, তাহা হইলে আপনি (যিনি ত্যানা প্যাচাইতেছেন) ধন্য তাহাদের তো পাইলেন, এইবার যেটা করিতে হইবে, তাহা হইল অবস্থা বর্ণনা (যেমন – “বহুকাল আগে যখন এইসব কিছুই ছিল না” এই ধরণের আর কি)। যাহারা শুনিতেছে, তাহারা এর মধ্যে সহানুভুতি প্রকাশ করিতে থাকিবে (আহাহা আপনারা আগের কালে কি কষ্ট ই না করিয়াছেন!!!) এই তো গেল দ্বিতীয় পর্যায়, আসি পরের ধাপে... এই পর্যায়ে, বক্তা দেখাইবেন বর্তমান অবস্থান (ইহা হইবে, এখন এই আছে, সেই আছে যা আগে কেহ কল্পনাই করিতে পারিত না) এইবার আর ত্যানা প্যাঁচানোর সময় থাকিল না, বক্তা তাঁহার অনেক কালের জমা রাখা দীর্ঘ-শ্বাস ফেলিতে ফেলিতে বলিতে থাকিবেন, আহা আমরা যদি ঐ আমলে অত কষ্ট স্বীকার না করিতাম, তাহা হইলে আজকের এই অবস্থায় তোমরা তো থাকিতেই পারিতে না (এই কথা শুনিয়া শ্রোতার দল সহমর্মিতার ডালি খুলিয়া আহা-আহাহা করিতে থাকিবে, কেহ কেহ আবেগপ্রবণ হইয়া দুই এক ফোঁটা চোখের জল ফেললেও দোষের হইবে না) এইভাবেই একটি মহান ত্যানা প্যাঁচানো কার্যক্রম সম্পন্ন হইয়া থাকে বলিয়া বিজ্ঞ মহল রায় দিয়াছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।