একি কান্ড হলো
বহুদিন ধইরা ব্লগিং কর্তাছি। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আজও নতুন মনে হয়। আবার কিছু কিছু ওয়ার্ড বহুদিন ধইরাই দেখতাছি, তারপরও অর্থডা ভালো বুঝিনা, একেক সময় একেক স্টাইলের অর্থ দ্বারায়। এক পরিস্থিতিতে এক রকম আবার অন্য পরিস্থিতিতে অন্য রকম।
এইতো যেমন এই তিনটা ওয়ার্ড
১) ত্যানা পেচানো
২)ল্যান্জা বাইর হওয়া
৩)ল্যাদানো
কেউ যদি আমারে একটু হেল্পান যে, এই ওয়ার্ডগুলার আসল অর্থ কি? বা আসলেও কোন পরিস্থিতিতে এই ওয়ার্ডগুলান ইউস করা হয়। তাইলে কৃতজ্ঞ থাকতাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।