আমি মো: আতিকুর রহমান ইফতার মাহফিল
নিউজ: পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে গত সোমবার বার্মিংহামে। নবগঠিত বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ফয়ছল আহমদ। বাংলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ নাসির আহমদের পরিচালনায় অনুষ্টানে বক্তারা সমাজের নৈতিক অবক্ষয় রোধে পবিত্র মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগানোর আহবান জানান। আমাদের বার্মিংহাম প্রতিনিধি মো: আতিকুর রহমান জানান, অনুষ্টানে বক্তারা বলেন, রমজান আমাদেরকে ধৈর্য ও সহিঃস্নুতার শিক্ষা দেয়। আর এই শিক্ষা কাজে লাগিয়ে
সমাজ থেকে সকল ধরনের জটিলতা ও কুটিলতা দূর করা সম্ভব।
বক্তারা বার্মিংহামের বাঙ্গালী কমিউনিটির উন্নয়নে বাংলা প্রেসক্লাব তাদের ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলা প্রেসক্লাবকে সবধরনের সহায়তা প্রধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া বাঙালী কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে বাংলা প্রেসক্লাব কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মো: আতিকুর রহমানের কোরআন থেকে তেলাওয়াত ও এম হাসান খোকনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কায়ছারুল ইসলাম সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ কমিউনিটি নেতা আলী ইসমাইল, কাউন্সিলর জিয়াউল ইসলাম, নর্থাম্পটন কর্বী থেকে আগত কাউন্সিলর ইউসুফ রাজা চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা কাজী আঙ্গুর মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহামের সভাপতি মাওলানা এখলাছুর রহমান, কভেন্ট্রি রোড জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এর সহসভাপতি এটিএম মোকাররম হাসান, জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন হেলাল, জাসদ বার্মিংহাম শাখার সভাপতি সালেহ আহমদ, খেলাফত মজলিস বার্মিংহামের সভাপতি এনামুল হাসান ছাবীর, কভেন্ট্রি আওয়ামলীগের সাধারণ সম্পাদক অনর উদ্দিন, একলিম উদ্দিন জহুর, উদীচী শিল্পী গোষ্ঠীর বার্মিংহাম এর আহ্বায়ক সৈয়দ এলাহি হক সেলু, সাংস্কৃতিক সংগঠন একতারার সভাপতি মোস্তফা কামাল বাবলু, রাজনগর সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলাম কিসলু, এটিএন বাংলা কভেন্ট্রির প্রতিনিধি রায়হান উদ্দিন, মিডল্যান্ড যুবলীগের সেক্রেটারী জুবের আলমসহ বার্মিংহামের রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী ও কমিউনটি নের্তৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।
মো: আতিকুর রহমান
বার্মিংহাম প্রতিনিধি
চ্যানেল নাইন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।