http://www.sonarbangladesh.com/blog/mdhasan/
আজ বিকাল ৩ টা। আপনি আসছেন তো ? আপনি প্রতিবাদ করবেন না, আপনার বোনের নির্মম হক্যাকান্ডের? না আপনার রক্ত বরফ হয়ে গেছে।
Date : 21 January, Friday
Place : National Press-Club , Dhaka
Time : 3:00 PM
এইবার আমরা জেগে উঠেছি। কোন কিছুই আর আমাদের ঠেকাতে পারবেনা। সবার কানে কানে পৌছে দিন।
আর বাংলাদেশ নতজানু হয়ে থাকবেনা। আওয়াজ তুলুন সবখানে। যার যেকানে যত পরিচিত আছে, তাদের কে প্রস্তুত করুন। আমরা প্রস্তুত হচ্ছি আর এক মুক্তিযুদ্ধের জন্য। এটা হবে মানবতার মুক্তির মুক্তিযুদ্ধ।
গরিবের মুখে হাসি আনার যুদ্ধ। বাংলাদেশীদেরকে বিশ্বর দরবারে মাথা উচু করে দাড় করানোর যুদ্ধ।
আপনারা আমার সাখে আছেন কিনা জানান।
আপনাদের দেশের বাইরে যত পরিচিত আছে, তাদেরকে দেশের অবস্থা অবহিত করুন। তাদের সাহায্য চান।
আমাদেরকে কে যে এইবার জাগতেই হবে। এই বার তরুণদের রক্ত জলে উঠেছে। এইবার আবার নতুন সুর্য উঠার সময় হয়েছে। আপনি দেখবেন না সেই সুর্যের আলো?
লেখাটি একসাথে সামু, সোবা এবং আমার বর্নমালায় প্রকাশিত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।