আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা প্রেসক্লাব যাই....

সবুজ লালের চেতনায়..

বাংলার আকাশে আজ বাজছে যুদ্ধের দামামা। আর সহ্য করা যায় না। এভাবে আর কতো? আর কতো বসে বসে দেখবো? চলুন আমরা রাস্তায় নামি, সমস্বরে চিৎকার করে উঠি। বুক ফুড়ে বের হয়ে আসা শব্দাবলীকে বের করে দেই সীসাভরা ভারী শহুরে বাতাসে। হাতে তুলে নেই ভয়ংকর দর্শন কোন মারনাস্ত্র... এবার আমরা হারবো না।

এবার আমাদের প্রতিশোধের পালা, নেয়া হবে ভয়ংকর প্রতিশোধ। দলে দলে আসুন, কাধে কাধ মিলিয়ে আসুন। আসুন ঘর থেকে, আসুন কারখানা থেকে, আসুন অফিস থেকে, আসুন বস্তি থেকে, আসুন সুউচ্চ অট্টালিকা থেকে, আসুন মেথর পট্টি থেকে, আসুন বারবনিতার নষ্ট কোল থেকে.... আসুন আমরা..... ছাগু পিডাইতে যাই। বেজন্মাগুলো প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছে, এভাবে একসাথে এতো ব্লগীয় ছাগু পামু না। আসেন পিডায়া ভাজ কৈরা ফালাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.