আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, প্রেসক্লাব এলাকা রণক্ষেত্র,

যা সহজ মনে হয় তা কিন্তু সহজ না-নুরবক্ত/১২ এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে দুপুর ১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষক ও পুলিশ। দুপুরে মিছিল সহকারে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মন্ত্রণালয় দু’টির উদ্দেশ্যে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। প্রেসক্লাবের সামনের রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। একপর্যায়ে শিক্ষক-কর্মচারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও গরম পানি ছোঁড়ে। এ সময় শিক্ষকরাও ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়।

এরপরই ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। সংঘর্ষের ঘটনায় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। সংঘর্ষে এরই মধ্যে ২০-২৫ জন শিক্ষক-কর্মচারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে ৫ জনের গায়ে রাবার বুলেট লেগেছে। অন্যদিকে শিক্ষকদের ইটপাটকেলের আঘাতে ডিএমপির রমনা জোনের এডিসি শিবলী নোমানসহ কমপক্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা ও তরল ঝাঁঝালো গ্যাসে অসুস্থ এক শিক্ষক আকুতি জানিয়ে বলেন, 'এ পুলিশদের আমরা পাঠদান করিয়েছি। আজ এরা আমাদের চোখে মরিচ মিশ্রিত পানি দিচ্ছে। আমাদের সঙ্গে তাদের এ আচরণ জাতির বিবেককে নাড়া দেয়া উচিত।

জাতি কি দেখছে না আমাদের এ আর্তনাদ?' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.