আমাদের কথা খুঁজে নিন

   

কল্পিত সঙ্গমের দৃশ্যপট

শাফিক আফতাব---------- সবটা সময় তোমাকে ভাবি : কল্পিত সঙ্গমের দৃশ্যপট চোখে ভাসে সর্বদা তোমাকে কত করে আকিঁ আর কতবার তোমার গভীরে ডুবে যাই। উষ্ণ জলের মতোন তুমি কিছু উত্তাপ নিয়ে অপেক্ষা করো লাঞ্চের পূর্বে উদরের জ্বালায় যেমন জ্বলি আমি তুমি সে সেই এক আবহমান যাতনায় তুমি জ্বলে জ্বলে জলে ভেসে নিজে নিজে নির্জনে মরো। ক্রমবর্ধমান নগরের গতিশীল বর্ধনে একটি নতুন ফ্লাটের কামরায় আমি তোমাকে নিয়ে যাই সমুদ্রসঙ্গমে ইট পাথরের নতুন গন্ধে মনে দেহে, সত্তায় ভরে আসে প্রেমে। তোমাকে সর্বদা উল্টে পাল্টে ভালোবেসে আমি হই এক ইতর প্রাণী বিশেষ অথচ তবু কত শান্তি বুলিয়ে তোমার দীর্ঘ কালো কেশ। ১৮.০৬.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।