Khan IT Source
আমার নিস্ পিস্ করা হাত
ফিস্ ফিস্ করে, তোমার শরীরে ,
আমার আদম্য কামনার
ফুল গুলো ঝরে, তোমার শরীরে ,
তোমার আলতা পা আলত করে সরে,
তোমার রাঙা হাত লজ্জা গুলো ধরে।
আমার বেদুইন দুটি চোখ
আড়মোরা ভাঙে, তোমার শরীরে ,
আমার রোদ প্রখর দুপুরে
আলসেমি গড়ে, তোমার শরীরে ,
তোমার গ্রীবায় ঘাম জমাট চুইয়ে পরে,
বাঁকা রক্তিম তনু রেখা নোখের আচরে।
আমার সন্ধা ঘনিয়ে রাত
তরঙ্গ জোয়াড় নামে, তোমার শরীরে ,
আমার এলোমেলো কথা
সুর ঝংকারে ঝড় ঝরে, তোমার শরীরে ,
নিছক, শরীর ভেবে অশরীর তুমি প্রান
তুমি রয়ে যাও কল্পনায় আঁক এই গান।
একটা গান হয়েই গেলো, সাথে চমৎকার একটা সুর...... এই অল্প সময়ে ভাবতেও পারিনি, সুরটা মনের মত হয়েছে, কথা গুলির বিচার আপনাদের কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।