আমাদের কথা খুঁজে নিন

   

কল্পিত কাহিনী।

আমি পূর্ণয় হাসনাহেনা হঠাত চিৎকার করিয়া উঠিল "ওররে দিছে রে মাম্মা ভইরা দিছে" তাহা দেখিয়ে গেলাম রজম কোমর দুলাইয়া নাচিতে নাচিতে হাসনাহেনা পাশে আসিয়া বসিল আর কহিতে লাগিল, "কস কি তুমি?, খাড়া একটা গিরিঙ্গি লাগাইতছি" কহিয়াই সে একটা ফোন করিল, সাথে সাথে শোরগোল আরও বাড়িয়া গেল এমন সময় হাতে নুডলসের বাটি হইতে নুডলস চিবাইতে চিবাইতে রুমে খাল্লাম ঢুকিয়া কহিল " ওরে গোলাইম্মা, তুই নামে আর চেহারায় গোলামের মত হইলেই তুই কিন্তু মাম্মা আসল বাদশা" সাথে সাথে হাসনাহেনা কহিল " আহা খাল্লামা আপনি কিন্তু চেহারায় বৃটেনের রানীর মত হইলেও আপনার কাম আর নাম কিন্তু পুরাই জামালপুইরা কামের বুয়ার মত" কথা খানি শুনিয়া খালাম্মা মুখ খানি ভার করিয়া গোলামের পাশে বসিয়া নুডলস চিবাইতে চিবাইতে শোরগোল দেখিয়ে লাগিল। তাহারা ৩ জনই বেশ মনযোগ দিয়ে দেখিতেছে রাস্তার শোরগোল খানি। মধ্যে গোলাম ডানে হাসনাহেনা বামে খালাম্মা শোরগোলঃ সেইখানে এক বিশাল একদলের ইসলামকে নিয়া বাজে কথা লিখিয়াছে যাহাকে সবাই বলে নাস্তিক। আরেকদল ইসলাম নিয়া ব্যবসা করিয়াছে যাহাকে বলে শিবির। দুই দলের মারামারি।

একদল ইচ্ছা মত ধর্মকে বাজে গালি দিতেছে অপর দল রাস্তায় নামিয়ে ভাংচূড় করিতেছে। একদল ধর্ম নিয়া মিথ্যা লিখিতেছে অপর দল ধর্মের নাম ধরিয়া মানুষ হত্যা করিতেছে। অদূরে এই ভয়াবহ দৃশ্য দেখিতে দেখিতে রহিম মিয়া আর করিম মিয়া দৌড়ে পালাচ্ছিল। রহিম মিয়া মুসলিম তার দাঁড়ি আছে সব সময় টুপি আর জোব্বা পড়ে, আর করিম মিয়াও মুসলিম তার দাঁড়ি, টুপি নাই তবে নামায পড়ে। এবং রহিম মিয়া আর করিম মিয়া জানের ভয়ে একত্রেই দৌড়াচ্ছিল যদিও কেউ কাউকে চিনে না কেউ কাউকে খেয়ালও করেনি।

সে যাইহোক দৌড়াতে দৌড়াতে তারা দুজনে একটি গাছের নিচে আশ্রয় নিল। এমন সময় রহিম মিয়া খেয়াল করল তার সাথে কে যেন দাঁড়িয়ে। সে পাশে তাকিয়ে দেখল দাঁড়ি, টুপি হীন করিম মিয়া। আবার করিম মিয়া ও পাশে তাকাইয়া দেখে টুপি জোব্বা পড়া রহিম মিয়া। এবার রহিম মিয়া করিম মিয়ারে নাস্তিক ভাইবা ডান পাশে উইঠা ভো-দৌড় দিল আর করিম মিয়া রহিম মিয়া রে শিবির ভাবা বাম পাশে ভো-দৌড় দিল।

বিঃদ্রঃ হাসনাহেনা, খালাম্মা, আর গোলাম। সব কল্পিত চরিত্র। এদের কর্ম কারো সাথে মিলে গেলে আমি দায়ী থাকবো না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।