আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।
বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল প্রকৃত প্রস্তাবে পরাজয়ের সাথে বোঝাপড়া করছি,
এ এক অদ্ভুত অনুভূতি- শিয়রে শিয়রে ভাঙ্গনের কাঁপন,
ঝকঝকে নীল আকাশ দেখলে মনে হয় এক গুচ্ছ মেঘ আসুক,
বৃষ্টি হলে মনে হয় কুয়াশা ভেজা জোৎস্না নামুক,
গোলমুখো চাঁদ আসলেই শুরু হয় নতুন মতিভ্রম-
চাই এখন ছায়ার সাথে গোপনে মিলন।
তুমি সামনে এলেই কুকুরের অধর্ম যেন প্রধান ধর্ম হয়ে যায়,
প্রভুভক্তি আর বিনয়ে মাটিতে লুটোপুটি খায় আমার গর্বিত স্বত্বা।
তোমার চুলের খোপায় লুকায়িত কলঙ্ক যেন পবিত্রতা ছড়ায় নিরবধি।
নিষিদ্ধ ভালবাসার অনুরাগে জিভ হয় লালায়িত আকাঙ্খা নদীর মোহনা।
বিড়াল যখন কাটার খোঁজে শিকারি চোখ মেলে ঘুরে বেরায়,
প্রতিশ্রুত ভাস্কর্য হয়ে যায় তখন আমার দু নয়ন-
আমি খুঁজি তোমায় বিভীষিকাময় রাতের নির্জনতায়,
ফেরারি আসামীর মত খুঁজে পাই যুদ্ধের বিশুদ্ধ ক্রন্দন।
তোমার উদ্বেলিত পল্লবে যখন পরে অধিকারের হাত,
বিরুদ্ধাচরন করে মন ভাঙ্গে অপারগতার আয়না।
টুকরো গুলো চলে গিয়েও যায় না,রয়ে যায় অগোচরে,
গোলাপ হয় প্রতিদ্বন্দ্বী অলস টুকরো হয়ে আঘাত করে।
তবু বলি অনর্থক নয় এ ভালবাসা,দ্বারভাঙ্গা ঘরে শুধু নিরাশা,
অভিশপ্ত প্রেমহীন আমি আর পরাজিত কল্পিত ভালবাসা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।