posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas. এখন থেকে রাত হোক সোনালী- কালো আধারে ঢেকে যাক সকালের পৃ থিবী। এখন থেকে চাঁদ হতে আগুন ঝরুক- সূর্যের বুকে শীতল হাওয়ার তুষার পরুক। ভাল বেশে যদি কষ্ট পেতে হয় তবে , ঈশ্বরের নিয়মে মরিচা পরুক। আর নয় ফুল থেকে ফল- এবার ফল থেকে ফুল হোক, আর নয় নারী পুরুষে মিলন- এবার, নারীতে- নারী, পুরুষে- পুরুষ মিশে, নব প্রানের জন্ম হোক। এভাবে পৃ থিবীতে প্রেম ঝরুক। ভাল বেশে যদি কষ্ট পেতে হয় তবে, ঈশ্বরের নিয়মে মরিচা পরুক। এবার থেকে জিবাত্মার বলা,শোনা বন্ধ হোক, মৃতরা হাসুক উচ্চ স্বরে । এবার থেকে গাছের শিকড়ে ফুল ফুটুক- কান্ড থাকুক শুন্য পরে। এবার থেকে পানির গায়ে আগুন লাগুক- মরুর বুকে মেঘ পরুক, ভাল বেশে যদি কষ্ট পেতে হয় তবে- ঈশ্বরের নিয়মে মরিচা পরুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।