যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। মৃত ব্যাক্তি ভাল জানে মৃত্যুর কেমন যন্ত্রণা।
তবে,জীবিত ব্যাক্তি কি তার কিছুই জানে না?।
জানে,জীবিত ব্যাক্তিও মৃত্যুর যন্ত্রণায় ভোগে।
প্রতিটি বিচ্ছেদ,প্রতিটি ছলনার মাঝেই রয়েছে মৃত্যুর যন্ত্রণা।
প্রতিটি বিশ্বাস,আশা,স্বপ্ন ভঙ্গের মাঝেই রয়েছে মৃত্যুর যন্ত্রণা।
আর জীবিতরাই-তু বিশ্বাসে বুক বাধে,আশায় ঘর বাধে,সুখের স্বপ্ন দেখে।
মৃতরা-তু আর তা দেখেনা,বিশ্বাসে বুক বাধেনা,আশায় ঘর বাধেনা,সুখের স্বপ্ন দেখেনা।
কিন্তু অনেক এমন জীবিত মানুষ আছেন,যাদের বিশ্বাসের বুক ভেঙ্গে গেছে,আশার ঘর বিচ্ছেদ হয়েছে,সুখের স্বপ্ন উড়ে গেছে।
তারা প্রতি মুহুর্ত মৃত্যুর যন্ত্রণা ভোগছেন।
তারা প্রতি মুহুর্ত মুক্তির জন্যই মৃত্যু কামনা করছেন।
আর কতটা অসহায়ত্ব হলে মানুষ মৃত্যু কামনা করে?
তা মৃত্যু কামনাকারীই শুধু জানেন।
আর তুমি কি করে বুঝবে মৃত্যুর যন্ত্রণা,তুমি কি কখনো ভালবেসেছ কাউকে?।
কখনো কি তুমি অশ্রু বিষর্জণ দিয়েছ কাউকে ভালবেসে?।
তুমার বিশ্বাস,আশা,স্বপ্ন কি ভেঙ্গেছে সে যাকে তুমি ভালবাস?।
তুমার প্রাণকি ক্ষত,বিক্ষত হয়েছে ভালবাসার আঘাতে?।
তুমি কি কখনো আত্বহত্বা ভেবেছ জীবনে?।
আর এসবের যদি কিছুই না ঘটে থাকে তুমার মাঝে তবে আমার সন্দেহ হয় তুমি মানুষ কি-না?।
তবে,আমি নিশ্চিত তুমি শিশু-বাচ্চা,তুমি ভালবাসার মানুষের মুখের পরে প্রসাব কর।
নতুবা,তুমি কোন পশু,জন্তু,হিংস্র,ইতর প্রাণী নীজ প্রাণের জন্য শুধু তুমি দুঃখই সৃষ্টি কর।
বড় আফসোস আমার,তুমি যদি জানতে তুমার সৃষ্টি দুঃখ ভোগী মানুষটি হৃদয়ে ঈশ্বরের উদয় হয় । তবে,তুমি মানুষ হয়ে কবরে যেতে,অন্য কোন প্রাণী হয়ে নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।