আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরের ডাক ও কবিতা

সেদিন রাতে ঈশ্বর ডেকেছে আমায় আমি ব্যস্ত ছিলাম কবিতা লিখায় রাতের প্রহর পেরিয়ে হয়েছে আলোকিত ভোর আমি উষ্ণ ডাকে সাড়া দিই নি আমি ঈশ্বরের এ্যাসেম্বলিতে যাই নি নিঝুম শীতের আঁধারে ভাঙা জানালায় টোকা দিয়েছিল ঈশ্বর, কবিতার সমুদ্রে আমি করেছি স্নান; আমি টের পাই নি আমি দ্বার খুলি নি, আমি যাই নি এ্যাসেম্বলিতে গেলে সুখের স্বর্গ উপহার পাব জানা ছিল, চকচকে লোভ আমাকে ডেকেছিল সুবর্ণ সুযোগে পাপমুক্ত শীর্ষস্থানীয় আস্তিক হাসতে হাসতে ভরে যেত পূণ্যের মাঠ হৃদপিণ্ডে জানা ছিল, তবু কবিতাকর্মী আমি শিল্পের সাথে আত্মার বন্ধন ছেড়ে যেতে পারি না ঈশ্বর ডেকেছে এ্যাসেম্বলিতে, আমি যাই নি স্বর্গের রূপসী নিঃসঙ্গে এসেছিল রূপের প্রাচুর্যে আমাকে ডেকেছিল প্রেমের দরজায় সৌন্দর্যের কড়া নেড়েছিল ঈশ্বরের বাণী আমায় শুনিয়েছিল আমি সরাসরি ফিরিয়ে দিয়েছি ফসলের ক্ষেতে কবিতার চাষ করেছি ভরে উঠবে ফসলের মাঠ কবিতায় চিরঋণী কবিতার কাছে, ভুলতে পারি নি ঈশ্বরের ডাকে দ্বার খুলি নি, আমি যাই নি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।