"আছি" এই অটল বিশ্বাসে একা, হয়তো কিছুটা ক্লান্ত
ঈশ্বরের মন
যদিও "গড নেই" বলে উড়িয়ে দিচ্ছে, তাকে টলিয়ে দিচ্ছে
এক নাস্তিকের বোন
ঈশ্বর বলল, " অস্বীকার কোরো না...এসো, প্লিজ, কাছে আসো
আমি কে, তা বিস্তারিত জানানো প্রয়োজন..."
মেয়েটি শর্ত দিল, এখন না, ঠিক রাত বারোটায়
কলরেট কম,আমি মিসকল দিলে তুমি দিও ফোন..."
ঈশ্বরের আহ্লাদ, " ফোনে পোষাচ্ছে না, দেখা হওয়া দরকার
রিয়েলি, আই ফিল ইউ, কিল ইউ...আই মিস ইউ, খালি কিস ইউ
ভাবালু ইচ্ছালু যখনতখন
--"ঠিকাছে, কিন্তু বাসায় আসতে পারব না, যদি পারো কাল কলেজের সামনে
জিন্স-টিশার্ট পরে, সানগ্লাস কপালে তুলে, যেভাব সুইট লাগে, দাড়ায়ে থাকবা
কুচ কুছ হোতা... হিরোর মতোন--
ধরণী উথালপাথাল...ঈশ্বর কি করবে কাল?
০১.০৯.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।