আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরের অস্তিত্ব

I have recognized God from the breaking of my plans ( Hazrat Ali [R.A] )

শয়তানঃ তুমি কি দেখো না শয়তান বলে কিছু নেই , তবুও তুমি শয়তানে বিশ্বাস কর ? মুসলমান ঃ হ্যা আমি করি । শয়তানঃ তুমি কি বিজ্ঞান বিশ্বাস করো না ? মুসলমান ঃ হ্যা করি । শয়তানঃ বিজ্ঞান তো জীন জাতিকে পায় না । তা সম্পূর্ন অযুক্তিক । মুসলমান ঃ না , কোরানে বলা আছে ।

অতএব, অবশ্যই আছে , কিন্তু বিজ্ঞানের পর্যবেক্ষনে কোথাও সমস্যা আছে । শয়তান ঃ আচ্ছা, তুমি কি গডে বিশ্বাস কর ? মুসলমানঃ হ্যা করি । শয়তান ঃ তাহলে ঈশ্বর তোমার বিপদে সাহায্য করতে আসেন না কেন ? মুসলমান ঃ কে বলে আসেন না । শয়তান ঃ তুমি কি দেখো নি , তুমি এক জন অতি দরিদ্র । রোদের খর তাপে, তুমি কাজ কর , তোমার বাচ্চারা অনাহারে অর্ধহারে থাকে তবুও তুমি মনে কর ঈশ্বর আছেন ? তোমার ছেলেটা অসুস্থ, তোমার মেয়েটা কাঁদছে , তবুও বল তিনি তোমাকে সাহায্য করেন ? তোমার ভাই-বোনেরা ফিলিস্তিনে কুকুরের মত গুলি খেয়ে মরে তবুও বল তিনি তোমাকে দেখেন ? তুমি কি দেখনা , পাহাড়-সমতুল্য কালো টাকা আর সাদা টাকার অট্টালিকা গুলি, তোমার গার্মেন্টসের শ্রমিক ভাই, আর বোনের মাথায় পরে, আর তারা তোমার চোখার সামনে মারা যায় , তবুও বল তিনি তোমাকে দেখেন ।

কি আশ্চর্য, কয়দিন আগেই না সিডর আর সাইক্লোন, তোমার ঘর বাড়ি আর তোমার ভাই বোন দের নিয়ে গেল , তখন কোথায় ছিল তোমার ঈশ্বর । বল ? কি ভুলে গেছ সে দিন ভুমিকম্প আর সুনামিতে তোমার ইন্দেনেশিয়া মালোশিয়াতে তোমার ভাই মারা গেল । বল আফ্রিকায় তুমার ভাইয়েরা কি দোষ করেছিল , যে যুগ যুগ ধরে তাদের অবহেলায়, বঞ্চনায় থাকতে হবে । কি ? এখনও বুঝতে পারতেছনা ? তুমি কি চীন, ভারত, আর উন্নত দের দেখনা । তারা তো তোমার গড কে মানে না ।

কেন তারা উন্নত হবে ? তুমি কি বুঝতে পারো না দুখের দহনে তোমার ঘর ছারকার হয়ে যাচ্ছে ? তোমার নাই টাকা নাই সম্মান , কি আছে তুমার ? তুমি কি করতে পার ? না ভালো করে খেলাধুলা করতে পারো, না পরা শুনা করতে পার । সকল দিকেই তুমি ফেইল । তোমার দেশ ও ছোট, মান ইজ্জতহীন ? তুমার জাতিকে কেও সম্মান দেয় না । তোমার জাতি কি সবার লাত্তি উষ্টা খায়না ? কি সে ভাল তোমার জাতি ফুটবল না ক্রিকেটে ? ক্রিকেটে কিছু ভাল হলেও পৃথিবিতে ফুটবলের দামই বেশী । এদিকেও তুমি লছে ? তাই নয় কি ? তোমার প্রতিটি কষ্টের রক্ত পানি করা টাকা যখন কৌশলে সুসীল রুপের সমাজ হাতিয়ে নেয় , আর তোমার টাকা ঈ তোমাকে ভিক্ষাদেয় , এই ছলনার পরেও তুমি বলবে তিনি তোমাকে সাহায্য করেন ।

মুসলমান ঃ হ্যাঁ, আমি দেখেছি আমি অতি দরিদ্র , আমি দেখেছি খেয়ে-না-খেয়ে বেচে থাকার কত কষ্ট , আমি দেখেছি । তুমি কি করে বুঝবে আমার আনন্দ, এত কষ্টের সৎ উপার্জনের টাকা নিয়ে যখন বাড়ি ফিরি, তখন যে আমার কত আনন্দ তা তুমি কি করে বুঝবে । তুমি ত জাননা, আমার ছেলেটা অসুস্থ হলেও যখন হাসে তখন চারিদিকের হিরা-মুক্তারা ভয়ে কালো হয়ে যায়, আমার মেয়ে যখন কাদে, তখন আকাশ-বাতাশ কেপে ঊঠে রাস্তা ঘাটে ভুকম্পন শুরু হয় । তুমি তো জানোনা আমার ভাই বোন রা ত কুকুরের মত মরে না , হায়ানার তীব্র থাবায় মাথা উচু করে মরে । অট্টালিকা ত আমার ভাঈয়ের উপর পড়ে না , পড়ে -সাদাকালো-টাকা ওয়ালা লোভের উপর ।

তুমি কি দেখনি সিডর সুনামি আর ভুমিকম্পের পর ও আমরা কিভাবে বেচে থাকি , কার আশায় বেচে থাকি । আফ্রিকায় অবহেলায়, বঞ্চনায় যারা, তারা ত ক্ষতিগ্রস্থ নয় । তুমি কি ভেবছ তারা তোমার মত যতসব ম্যটারিয়ালিস্টিক চিন্তা করে । তারা তো হারে নি , হেরেছে পাষান্ড আর নরপিচাসের দল, আর তারাই ক্ষতিগ্রস্থ । আমার টাকা নাঈ , সম্মান নাঈ কিন্তু আমার কি আছে তুমি তা জান না , জানবে ও কথা , কত অমূল্য ধন আমার আছে ।

আমি হ্য আমি ই ভালবাসতে পারি মনের গভীর অন্তস্থল থেকে , তারা পারে না । ভালবাসার কি আনন্দ তুমি জান না । আমার দেশ ছোট হলেও মর্যাদাবান, এ মর্যাদা বিশ পচিশ বছরের নয়, হাজারো লক্ষ বছরের সম্মান । আমার দেশের সুন্দর্য তুমি খালি চোখে দেখতে পারবেন না , তোমার অন্তর চোখে দেখতে হবে । আচ্ছা তুমার কি অন্তর আছে ।

আমার দেশ কারো লাত্তি খায় না, যারা দিতে চায়, তারাঈ খায় । কিন্তু তারা বুঝতে পারে না । সুসীল সমাজ, হায়্রে এত কুশীল সমাজ নিজেই নিজেদের ঠকায় । আমার টাকা আমার, সম্পূর্ন আমার কারো চুরি করা টাকা নয় । আমি কারো কান্না দুঃখের কারন নই।

অতএব, যদি তোমার অন্তর থাকে তাহলেই তুমি বোঝবে । তুমি জান, তুমি আমার কি নাই, তাই বলে ফিরতেছ , আমর কি আছে, তা বলো নি । তুমি দেখ একদিন আমার দেশ বহু বহু উন্নত হবে সকল মান ঈজ্জত নিয়ে সবার উপরে ঊঠেছে । জেনে রাখ, আমি তোমাদের সকলের চেয়ে ভাল আছি । শয়তানঃ তুমি আমার ছলনা ধরে ফেলেছ , আসলে আমিঈ মানুষকে দুঃখের কাহিনী শুনাই, আর সুখার কাহীনি ভুলিয়ে দেই ।

কিন্তু সবার ঈ সুখ দুঃখের কাহিনী থাকে । আমি এখন যাই । মুসলমানঃ দাঁড়াও একটা জিনিস জেনে যাও, যদি আমার অস্তিত্ব থাকে তাহলে ঈশ্বরের ও অস্তিত্ব আছে। আর তিনি আছেন বলেই আমরা আছি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।