........ পর্ব(১)
মেরিনা বে সিংগাপুরের অন্যতম গুরুত্বপূর্ন জায়গা। এটাকে সিংগাপুরের হার্ট ও বলা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গাটা ভিজিট করে। নদীর একপাশে আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন, বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল হোটেল মেরিনা বে স্যান্ড, কিছুটা দূরে আছে সিংগাপুর ফ্লাইয়ার। সিংগাপুরের জাতীয় প্রতীক মারলায়ন এবং থিয়েটার এর অবস্হানও এখানেই।
নদীর চারপারে সব বিখ্যাত স্হাপনা ছাড়াও সারিসারি আকাশছোয়া ভবন ও বিশ্বের নামিদামী হোটেলগুলো জায়গাটার সৌন্দর্য্যে অন্যমাত্রা এনেছে। মুলত রাতের বেলায় এই জায়গা তার সব সৌন্দর্য্য দর্শনার্থীদের জন্য উজার করে দেয়। মেরিনা বে স্যান্ড হোটেলের অতিপ্রাকৃতিক লেজার শো আর ব্যাকগ্রাউন্ড সুরের মুর্ছনা আপনাকে এক অপার্থিব অন্যজগতে নিয়ে যাবে। এখানে জনপ্রতি ৩০ S $ দিয়ে নৌকায় প্রায় দেড় ঘন্টা নদীতে ঘুরেছি। রিভারসাইডের সারিসারি আলো ঝলমলে রেস্তোরাঁ আর নানা রংয়ের নানা বর্নের মানুষজন দেখতে দেখতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি।
একমুহূর্তের জন্য মনে হয়েছিলো ইটালির ভেনাস শহরে চলে এসেছি। জায়গা এত রোমান্টিক যে লিখে শেষ করা যাবেনা। অনায়েসে এখানে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়া যায়।
মেরিনা বে স্যান্ড হোটেল
Las Vegas Sands কর্তৃক এখানে নির্মাণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল ক্যাসিনোটি। Sky Park নামে পরিচিত এই ভবনে থাকার জন্য কক্ষ রয়েছে ২৫৬১ টি।
রয়েছে ১,২০,০০০ বর্গমিটারের কনভেনশন সেন্টার, ৭৪,০০০ বর্গমিটারের Marina Bay Sands mall, একটি জাদুঘর, দুইটি বড় আকারের সিনেপ্লেক্স, বিখ্যাত শেফ দ্বারা পরিচালিত ৭টি খাবারের রেস্তোরাঁ, দুটি ভাসমান ক্রিস্টাল প্যাভিলিয়ন এবং ৫০০ টি টেবিল ও ১৬০০ স্লট মেশিন বিশিষ্ট পৃথিবীর বৃহত্তম ক্যাসিনো। এই ভবনের উপরে রয়েছে ৩৯০০ জন লোক ধারণ ক্ষমতা সম্পন্ন ৩৪০ মিটার দৈর্ঘ্যের SkyPark এবং ১৫০ মিটার দৈর্ঘের infinity swimming pool।
ক্যাসিনোর ভেতরে। ( এমনিতে ক্যাসিনোর ভেতর ছবি সম্পুর্ন নিষেধ। অনেক কষ্টে চোরা ছবি তুলছি)
এই পর্যন্ত এসে এই বিখ্যাত ক্যাসিনোতে একটু খেলবো না তা কি হয়? হারজিত মিলে ৩ রাত ভালোয় খেলা হয়েছে।
জ্যাকপট !
মেরিনা বে হোটেলের লেজার শো।
থিয়েটার
রিভার ক্রুজ
রাতের মেরিনা বে
ফ্লাইয়ার
আড্ডা
পরের পর্বে সিংগাপুর ইউনিভারসেল স্টুডিও সম্পর্কে লিখবো।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।