সিংগাপুরে ক্রিসমাস সত্যিই দেখবার মতো। নভেম্বর থেকে ওরা পুরো অরচার্ড এলাকা টা আলোক সজ্জা করবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তা থাকবে।
গাছে গাছে ঝুলছে ক্যন্ডি আর রাস্তার পাশে ডোনাট আর আইস ক্রিমের বিশাল বিশাল ডামি। যেন চার পাশে খাবার আর উৎসবের ঢল।
২৬ শে ডিসেম্বর অরচার্ডের মাইন রোড টা বন্ধ করে দিয়ে রাস্তার উপর নানান রকমের রালি চলতে থাকবে দুপুর ১টা থেকে। ততে থাকবে বাইবেল থকে নানান গল্প।
পথ চলতে খরগোশ গুলো উকি দিচ্চে পায়ের কাছে বসে!!!
আর আমাদের বাড়ির ক্রিসমাস গাছটি আমারা দুজন মিলে সাজিয়ে চুপি চুপি একজন আরেক জনকে না জানিয়ে উপহার রাখতে লাগলাম ২৫ শে সকালে খোলবার জন্য!!
সন্ধা্য় বেড়িয়ে ছবি তুললাম।
পরীরা চার পাশে ঘুড়ে বাড়াচ্ছে। আহা পরিবেশটাই চমৎকার।
আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানকার ক্রিসমাস!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।