আমাদের মত মধ্যবিত্তরা সমাজের সবচাইতে প্রতিক্রিয়াশীল জীব । কথাটা পলিটিকালি ভুল হলেও একটি নির্মম সত্য । এরা "I Hate Politics" মতবাদের সবচাইতে বড় ধারক এবং বাহক । এরা সাধারন ভাবে ধার্মিক নয়, কিন্তু ভীষণ ধর্মোন্মাদনায় ভুগে । এরা রাজনীতিতে অংশ গ্রহন করে না, কিন্তু কি হইলে, কি হইতে পারে এই ব্যাপারে ব্যাপক বিশ্লেষণ করে ।
নিজের বাড়ির ভৃত্যটিকে ঠিক মত খেতে দেয় না, কিন্তু দেশের মানুষ অভুক্ত কেন এই ব্যাপারে দীর্ঘ অনলবর্ষী বক্তৃতা দেয় । বাড়িতে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে আর ঈদের সময় ভারতীয় শাড়ী কেনে, কিন্তু পাবলিকলি তীব্র ভারত বিদ্বেষী । এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু জেহাদি জোশের কোন কমতি নেই । এই মধ্যবিত্ত বাঙ্গালিদের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক সমাজ, নারীর ক্ষমতায়ন, এসব বোলে লাভ নেই । এরা পাশের বাড়ির মেয়ে ধর্ষিত হলে, ফিরে তাকায় না, এর বিচার চাইলে বিরক্ত হয়, কিন্তু নিজের মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে খুন করতে দ্বিধা করে না ।
এই উট পাখির মত বাঙ্গালি মধ্যবিত্ত শুধু এটাই ভুলে যায়, ১৯৭১ এ এদের ঘর থেকে বের করে হত্যা করেছিল হায়নারা । অন্ধ হয়ে প্রলয় ঠেকানো যায়না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।