কি নিদারুন ব্রেন......
টর্চ জ্বালিয়ে চলছে দ্যাখো ট্রেন!
অন্ধকারে নষ্ট বাতি,
চলছে যেনো অন্ধ হাতি,
কোথায় যাওয়া, কোথায় যতি-
রাস্তা নাকি ড্রেন?
ব্যাকআপ সাপোর্ট ছাড়াই তবে
কেমন করে চলছে সবে-
এ আধুনিক মোবাইল ভবে,
ভাবলে পাচ্ছে হাসি।
কোনোমতে কাটাচ্ছি কাল
এটাই স্বভাব- এটাই চাল-
শুধু কিছুর বদলেছে হাল,
হচ্ছে খোদার খাসী।
পরে ভাবি ঠিকতো আছে,
হেড লাইট নাই জাতির কাছে
অন্ধ হয়ে সব চলেছে......
ট্রেনেরই কি দোষ?
জাগে যদি পুরো জাতি
তবেই জ্বলবে সকল বাতি-
কাটবে আঁধার কাটবে রাতি,
ভাবছি নিয়ে জোশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।