আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ হলেই বরং



আমি অন্ধ হলেই কি বন্ধ হবে সবকিছু শিশির ঝরার শব্দ, ঝর্ণা জলে ডুবানো হরিণী মুখ বাঘের পায়ের ছাপ কিংবা রবীন্দ্র-কাদম্বরীর গোপন প্রণয়! একজন লাদেনের অসফল বিপ্লব, তীব্র রক্তারক্তি জাজকের যৌনতা, শিশু নিপীড়ন বিশাল ছাতার নিচে দলিত মানবতা কিংবা মানব মুণ্ডুতে পা রেখে উড়িয়ে দেয়া নীল কবুতর। অন্ধ হলেই বরং বেড়ে যায় স্পর্শের আকুলতা গন্ধ কি সুবাসের আতীব্র আঘ্রাণ নরম পায়ের ছন্দ, শৈশবের ধুলো কি মেঠো ঘ্রাণ এমনকি পৃথিবীর তাবৎ ঝরে যাওয়া রক্তের সোঁদা গন্ধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।