আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ কারিগর

আমি নগন্য মানুষ

অন্ধ সময়ের বন্ধ দুয়ারে আমার আত্মপ্রকাশ আমি নগন্য সম্পুর্ন মানুষ তাই আমি অনন্য হয়তো আমি তোমাদের সত্যে এক বাস্তব মিথ্যা জিবন্ত এক ফসিল মাটির ধুলা মাখানো আমিও এক মানুষ আমিও এক কিংবদন্তি স্রস্টার এক অনন্য সৃস্টি এক ভিসুভিয়াস বা এক হিমালয় অথবা বৃস্টির একফোটা জল আমি মহাকালের অংশবিশেষ আমি সময়ের গ্রহন কালে রাস্তার এক বাকের ঢালে জন্ম হয়নি হয়তো আমার ছিল অন্ধকারে ঢাকা এক শত ছিন্ন ঘর গড়েছিলেন আমায় একদিন হয়ত কোন এক অন্ধ কারিগর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।