আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ মণি

শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়...

রেখেছি! রেখেছি! টের পাস....? পাজরার হাড় ঘেরা চৌহদ্দির এইখানে, এই কোণে সুনসান নিঃসাড়ে, সংগোপনে ছুঁয়ে দ্যাখ, দ্যাখ মনা.. টের পাস? স্বপ্নের বালিহাঁস জোড়বেঁধে সাঁতরায় চারধার ঘিরে বয় প্রেমময় খুনধারা ধ্বক ধ্বক জেগে আছি, বেঁচে আছি ভালোবাসা.. আর কতো কাছে এলে; কাছাকাছি হয় বল? আর কতো কাছে এলে; কাছাকাছি হবো বল? টের পাস? চুমুর কাঁপনগুলি এইখানে বেঁচে রয় প্রতি-চোরা-পরশনও এখানেই জেগে রয় যত দ্বিধা, যত প্রেম, যত ভয় আর কাম, শেকল-আগুন-বিষ-এ নিষিদ্ধ নীলখাম খুলে ফেল, এক মনে, পড় মনা, পড়ে দ্যাখ- কোনখানে রাখি তোরে; রোস তুই,টের পাস? কপালে-কপোলে মনা, ওষ্ঠে-অধরে, কুসুমে-বৃন্তে মনা, আদরে আদরে শ্রোণীতে-যোনীতে তোর, সিঁথির গভীরে কুমারী প্রাচীর রূঢ় অভিঘাতে ছিঁড়ে.. পাবোনা যতেক তোর, কোটিগুণ তার এই বুকে আছে; গাঢ় গভীরে আমার।। ভয় কি রে পুড়বি নে হাত বাড়া; ছুঁয়ে দ্যাখ হাতে ধরে মেলে দ্যাখ বুক পোড়া কালো শ্বাস... কি? টের পাস?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।