আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ কবি

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

শহরের প্রতিটা রঙ্গের এক অদ্ভূত নাম দিয়ে সে অনুভব করে প্রতিটা সময়...যেনো সে স্মৃতিতে রেখে দিতে পারে সেই আমেজ যা নিয়ে বানাবে ছন্দ অথবা কবিতা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু ব্লাক টি আর নোনতা বিস্কুট খেয়ে বেরিয়ে যায় শহরের পাশ দিয়ে বয়ে চলা শান্ত শিস্ট সেই সভ্য নদী। কখনো নিজের মনেই বানিয়ে চলে ছন্দের খেলা গুলো...অথবা লিখতে থাকে খাতার পাতা উল্টে কোনো বড্ড নিঃসঙ্গ কবিতা...কেউ বলেছিলো কি পেতে চান এক জীবনে? উত্তর ছিলো একজনের গাল ছুয়ে যেতে...শুধু একটা স্পর্শের অনুভূতি নিয়েই হয়তো কাটিয়ে দেয়া যেতো আরেক জীবন! কেনো? দু চোখ ভরে দেখতে চাননা এই সুন্দর পৃথিবী? উত্তরে ছিলো পৃথিবীটা কালকেও যা আজকেও তা কিন্তু অনুভূতো গুলো বড্ড নতুন যেটা চোখ দিয়ে অনুভব করা যায় না...হয়তোবা পৃথিবীর রং গুলো বেহেশতের মতো সুন্দর...তা হোক....আমি নীরব থেকে অনুভব করি নিত্য নতুন অনুভূতি আর মিলাতে থাকি কোনো হারিয়ে যাওয়া মানবীর সাথে কাটানো কিছু সুন্দর সময়...আপন আধারে গড়া এক অদেখা স্বর্গ! প্রশ্নকারী হারিয়ে ফেলে তার শব্দের মালাগুলো.....শুধু দেখে চলে খাতা হাতড়ে চলে এক অন্ধকবি....হারিয়ে গেছে আপন আধারে! হয়তোবা এমন জন্মান্ধত্বও কাউকে ছুয়ে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।