আমাদের কথা খুঁজে নিন

   

সুবর্ণ এক্সপ্রেসে আগুন, আটক ২ (ভিডিও)

চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আজ মঙ্গলবার ভোরে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ভোর পৌনে পাঁচটার দিকে রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী ট্রেনটির একাধিক বগিতে আগুন দেওয়া হয়। এতে পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
আটক ওই দুজন হলেন চট্টগ্রাম নগরের হালিশহরের বাসিন্দা আজগর আহমেদ এহসান (২৩) ও কর্ণফুলী থানাধীন মদিনা হোটেলের কর্মী মিঠু মিয়া (২৫)। এহসান পুলিশের কাছে নিজেকে হেফাজতকর্মী দাবি করেছেন।


সুবর্ণ এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার নির্ধারিত সময় সকাল সাতটা। তবে আগুন দেওয়ার কারণে আজ ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন সূত্রে জানা গেছে, ভোর পৌনে পাঁচটার দিকে ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা পর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, আগুনে কমবেশি পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে দুটি বগি সংযোজন করে ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
রোকনুজ্জামান আরও জানান, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তাঁকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাধারণ যাত্রীরা। তাঁরা ধর্মের নামে এমন কর্মকাণ্ড যেসব রাজনৈতিক দল চালায়, তাদের প্রতিহত করার দাবি জানান। একজন ক্ষোভের সঙ্গে বলেন, ‘এভাবে গাড়িতে আগুন দিয়ে তারা কোন ইসলাম কায়েম করতে চায়?’



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.