যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
স্মৃতির দুয়ার খুলে আনমনে
একা একা হেঁটে গেছি দুর বহু দুর
বিষন্ন নির্জন দুপুরে কোকিলের একটানা কুহু সুরে
আজো শুনি তোমার অন্তিম আক্ষেপ,
নিজের মতো করে পৃথিবীটা হলো না দেখা
হাতে হাত রেখে কাটানো সুবর্ণ প্রহর।
একদিন সুখ ছিল সোনারং মেঘে মেঘে
বালিয়ারী তটে ফেলে যুগল পদচিহ্ন
হাসি গানে ভরে ছিল মধুর লগন
নবীন যৌবনের সাথী ছিল
রঙ্গিন স্বপ্নে মাখা নওল ভুবন।
এখনো প্রহরের বুকে আঁকি জোছনার ছায়া
স্মৃতির কুয়াশা সরিয়ে খুঁজে ফিরি আজো দয়িত তোমায়
তারা হয়ে আছো জানি আকাশের গায়
মেঘ হতে চায় মন ছোঁব বলে তোমার নিলয়
অনন্ত প্রতীক্ষায় কাটে বিবর্ণ বেলা, হায়!
রংধনু ডিঙ্গা বেয়ে ফেরা আর হলো না তোমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।