বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়।। আঁকা বাঁকা পথে ছুটছে প্রভাতের ট্রেন আমি নই তার সারথি কেউ কেউ ভুল পথে হেটেও পেয়ে যায় ভালবাসার টিকেট আমি ভুল পথে গেলে তা আরও বেশি ভুল। এভাবে চলতে চলতে একদিন নিঃশেষ হব ট্রেন থামবে আবার ফেরত আসবে ‘গোধূলি’-র হাত ধরে আমি? হ্যাঁ- একদিন নিশ্চয়ই গন্তব্যে পৌঁছব এখনও যে আসেনি দর্জির কাছে সাইজ করতে দেয়া পিরান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।