আমাদের কথা খুঁজে নিন

   

সুবর্ণ এক্সপ্রেসে আগুনে ‘জড়িত’ আটক আরো ৫

রেলমন্ত্রী মুজিবুল হক ট্রেনে আগুন দেয়ার জন্য জামায়াতে ইসলামীর কর্মীদের দায়ী করেছেন।
মঙ্গলবার ভোরে চট্টগ্রাম স্টেশনে দাঁড়ানো ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
সকালে ঘটনার পরপরই মিঠু মিয়া ও আজগর আহমেদ এহসান নামে দুজনকে আটক করা হয়।
দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচজনকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জিআরপি থানার ওসি আহসান হাবীব।
তিনি বলেন, এই সাতজন আসলেই যুক্ত ছিলো কি না- তা যাচাই করা হচ্ছে।


ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ট্রেনটিতে আগুন দেয়া হয়।
রেলমন্ত্রী সন্ধ্যায় চট্টগ্রাম এসে পুড়ে যাওয়া ট্রেন দেখেন।
তিনি সাংবাদিকদের বলেন, “গত কয়েকমাস ধরে স্বাধীনতাবিরোধী চক্র যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য শান্ত বাংলাদেশকে অশান্ত করছে। এদের প্রত্যক্ষভাবে মদদ ও উস্কানি দিচ্ছে খালেদা জিয়া ও বিএনপি। ”
হেফাজত, বিএনপি ও জামায়াত ‘এক’ মন্তব্য করে রেলমন্ত্রী বলেন, “গত কিছুদিন ধরে যুদ্ধাপরাধীদের বিচার বানচালে যে নাশকতা চলছে, তার অংশ হিসেবেই এ ধরণের কর্মকাণ্ড।


আগুন দেয়ার ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্ডেন্ট মিয়া জাহানকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পূর্ব রেলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন।
কমিটির অন্য তিন সদস্য হলেন- পূর্ব রেলের প্রধান প্রকৌশলী, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট আবদুর রাজ্জাক।
এ ঘটনায় চট্টগ্রাম স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিআরপি থানায় একটি মামলাও হয়েছে।


রেলমন্ত্রী বলেন, রেলের নিরাপত্তায় নিজস্ব বাহিনীর সঙ্গে পুলিশও সংযুক্ত করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.