ধইরা নিলাম আমি খুব ভালভাবে সেহরি খাইয়া, রোজার নিয়ত কইরা, ফজরের নামাজ পইড়া পরিষ্কার মনে সকল বদ চিন্তা-ভাবনা মাথা থেইকা দূর কইরা রোজা রাখা শুরু করলাম। কিন্তু ঠিক জোহরের নামাজের আগে আগে হঠাত ফেসবুকে ঢুইকাই হোমপেজে দেখলাম "অমুক liked Sunny Leone's photo", "তমুক shared Kajal Agarwal's photo", "Ram, Shyam, Jodu, Modhu and 36 others were tagged in Bidya Balan (ooh la la fan club)'s photo", তাইলে কি আমার রোজা থাকবে? আপনি রোজা রাখেন বা না রাখেন, অন্তত আপনার আশেপাশের মানুষগুলার কথা চিন্তা কইরা হইলেও কষ্ট কইরা আগামী একমাসের জন্য ফেসবুকে একটু সংযম প্রদর্শন কইরেন প্লিজ। হ্যাঁ, আপনি অবশ্যই যুক্তি দেখাতে পারেন যে আমার ফেসবুক প্রোফাইল আমি যেভাবে ইচ্ছা ইউজ করব, কারো অসুবিধা হইলে সে রোজার মাসে ফেসবুক deactivate কইরা রাখলেই পারে। সেক্ষেত্রে আমি বলব ফেসবুক এখন আর কারো শুধু টাইমপাস কিংবা খেলার সাইট নাই। অনেকেই আছে জরুরী প্রয়োজনে ফেসবুক ইউজ করতে বাধ্য হয়। তাদের কথাটা চিন্তা কইরা অন্তত একটু sensible আচরণ করা উচিৎ, তাই না? ব্যাপারটা অনেকটা এইরকম যে নিজেদের প্রয়োজনে ভাল মানুষ-খারাপ মানুষ আমরা সবাই এলাকার একটা রাস্তা দিয়েই হেঁটে যাই। এখন স্বার্থপরের মত নিজের খেয়ালে রাস্তাটা নোংরা করে আরেকজনের অসুবিধা সৃষ্টি করাটা কি ঠিক? আর একটা সাধারণ ব্যাপার, প্রসঙ্গটা উঠে আসল বলেই বলছি। শুধু রোজার মাসেই না, সারাবছরই কি একটু রয়ে-সয়ে ফেসবুক ইউজ করলে খুব সমস্যা হয়ে যায়? অর্ধনগ্ন কিংবা ১৮+ ছবি দেখেন ভাই, সমস্যা নাই। কিন্তু আপনি লাইক/কমেন্ট করলে যে ঐটা আপনার ফেসবুক ফ্রেন্ডদের হোমপেইজে নিউজফীড হিসেবে দেখায়, এই সাধারণ সেন্সটা কি নাই? মাথায় খুব বেশি ক্যারা উঠলে নিজের পিসির হার্ডডিস্ক ভর্তি জিনিসপাতি দেইখা মাথা ঠাণ্ডা করেন, কেউ কিচ্ছু কইবো না। কিন্তু হুদাই পাবলিক প্লেইসে নিজের ইমেজ নষ্ট করন কেনরে ভাই? অনেকেই অনেকসময় ছোট/বড় ভাইদের সাথে নিয়ে ফেসবুকে বসা হয়, হুদাই আপনার লুলামীর জন্য আপনার ফ্রেন্ডরে বিব্রত কইরা লাভ আছে? ** পোস্টটি আমার আশেপাশের পর্ণ ও এডাল্ট কনটেন্টপ্রেমী সকল সিনিয়র-জুনিয়র-সতীর্থ ভাই-বেরাদর-ব্লগারদের প্রতি উৎসর্গীকৃত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।