আমাদের কথা খুঁজে নিন

   

উপন্যাস লিখে যিনি তার নিজের জীবনকেই উপন্যাস বানিয়ে ফেলেছেন...সেই জে.কে.রাউলিংয়ের আজ জন্মদিন....

হ্যারি পটারের স্রষ্টা জে.কে.রাউলিংয়ের উথ্থানের কাহিনী আজ কারোরই অজানা নয়।চরম হতাশাজনক অবস্থা থেকে খ্যাতির শীর্ষে উঠে পড়া এই ব্রিটিশ লেখিকা ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহন করেছিলেন।প্রাথমিকভাবে তিনি হ্যারি পটার সিরিজটিকে শিশু-কিশোরদের উপযোগী হিসেবে লিখলেও পরবর্তীতে তা সকলবয়সী মানুষের কাছে ব্যাপক গ্রহনযোগ্যতা পায়।এমনকি এ নিয়ে নির্মিত হয়েছে আটটি ব্যবসাসফল চলচ্চিত্র এবং সমালোচকদের কাছেও এগুলো প্রশংশিত হয়। কিশোর জাদুকর হ্যারির কাহিনীকে তিনি কেবল কাল্পনিকতার মাঝেই সীমাবদ্ধ রাখেন নি,বরং এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসা,বন্ধুত্ব,রোমান্স,আত্নত্যাগসহ আরো অসংখ্য মানবীয় দিক। মোটকথা হ্যারি পটার সিরিজটা আপনার পছন্দ নাও হতে পারে কেননা many man many mind.কিন্তু রাউলিংয়ের জীবনী আপনাকে অনুপ্রেরনা দিবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। A VERY SPECIAL HAPPY BIRTHDAY TO J.K.ROWLING....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.