আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার সোনালী অতীত এবং আগামী বাংলার মনছবি- কোটি মানুষের এখন এটাই স্বপ্ন (রিপোষ্ট)

কসমিক ট্রাভেলার আগে দেখি আমাদের সোনালী অতীত সুজলা সুফলা শস্য-শ্যামলা । মাঠে মাঠে ফসল, হাওর বিল বোঝাই মাছ আর গাছে গাছে হাজার প্রজাতির পাখি । গোলাভরা ধান আর পুকুরভরা মাছ । পুঁথি- গান-বাঁশিতে মুখরিত বিকেল সন্ধ্যা । বারো মাসে তেরো পার্বণ ।

প্রতিমাসেই উৎসব । কত প্রাচুর্য থাকলে এটা সম্ভব ! চুরি ছিনতাই বলে কিছু ছিলো না । রাতে ঘুমোতে গেলে দরজায় খিল লাগানোর প্রয়োজন কেউ মনে করতো না । পর্যটকরা সুখ-সমৃদ্ধির বিবরণ দিতে গিয়ে খেই হারিয়ে ফেলতেন । সভ্য বিশ্বে আভিজাত্যের প্রতীক বাংলার মসলিন ।

সওদাগররা সাত সমুদ্র তেরো নদীর পারে যেতেন ময়ূরপঙ্ক্ষীর বাণিজ্যবহর নিয়ে। যখন ফিরতেন সৃষ্টি হতো আরেক আনন্দের হুল্লোড় । পৃথিবীর ৬ষ্ঠ সমৃদ্ধ জাতি । এই ছিলো বাংলার সোনালী অতীত । আগামী বাংলাদেশ সবচেয়ে গরিব মানুষটিরও রয়েছে ৩ বেডরুমের বাড়ি, এয়ার কন্ডিশনড গাড়ি ।

যানজটমুক্ত সড়ক । বিশাল বিশাল ফ্লাইওভার । কম্পিউটারাইজড নিয়ন্ত্রণ ব্যবস্থা আর রাস্তার গাড়ি সবই বাংলাদেশে তৈরি। সকল মজা খাল- বিল- নদী পুনরুদ্ধার, নদীমাসন ব্যবস্থায় বিশাল বিশাল জলাশয় মাছে পরিপূর্ণ ও গ্রাম- গঞ্জ- শহর পাখির কলকাকলিতে মুখরিত । বন্যামুক্ত দিগন্তবিস্তৃত ভূমি পরিপূর্ণ শস্যে ।

দেশে দান বা যাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ নেই । বারো মাসে আবার হচ্ছে তেরো পার্বণ । সারা পৃথিবী থেকে ছাত্র ও গবেষকরা আসছেন বাংলায় উচ্চতর গবেষণার জন্যে । বাংলাদেশের কোচরা ইউরোপ আমেরিকায় যাচ্ছেন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে । বিশ্বসংস্কৃতির কেন্দ্রভূমিতে রুপান্তরিত হয়েছে ঢাকা ।

এক মানবিক মহাসমাজ । প্রত্যেকের অন্ন-বস্ত্র-শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান নিশ্চিত । ধর্ম-বর্ণ- গোত্র - অন্ঞ্চল নির্বিশেষে প্রতিটি মানুষের স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত । কোটি মানুষের এখন এটাই স্বপ্ন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.