আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ চাষী মিডিয়া গুলোর ভণ্ডামি. . .

সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। আপনি "টিভি টক শো" গুলোতে কখনোই দেখবেন না যে- ডাক্তারি বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে আর সে অনুষ্ঠানে পরামর্শ দেয়ার জন্য নিয়ে আসা হয়েছে এমন কোন ব্যক্তিকে যার চিকিৎসা বিদ্যায় কোন জ্ঞান নেই! বরং সেই অনুষ্ঠানে কোন বিশেষজ্ঞকেই আনা হয়। আবার, আপনি এমনটি-ও দেখবেন না যে, দ্রব্য মূল্য নিয়ে আলোচনা করা হচ্ছে আর এমন জায়গাতে এমন ব্যক্তি কে আনা হয়েছে যার বাজার অর্থনীতি সমন্ধে জ্ঞান নেই ! বরং সেই অনুষ্ঠানেও কোন বিশেষজ্ঞ অর্থনীতিবিদকেই আনা হয়। কিন্তু, আজকাল মিডিয়া গুলোর ভণ্ডামি দেখে আমার গাঁ জ্বালা করে কারন তারা- " ইসলাম " এর বিধি-বিধান এবং ইসলামের রাজনীতির, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজব্যাবস্থা, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এমনসব ব্যক্তিদের আনা হচ্ছে, যার ইসলামের বিধি-বিধান তো দূরের কথা ! ঈমান-এর খুঁটী কয়টি এবং ইসলামের খুঁটী কয়টি তা জিজ্ঞেস করলে প্যান্ট নষ্ট হবার উপক্রম হবে !!! সেই টক শো গুলোতে , একজন দাড়ি-টুপিওয়ালা লোককে ধরে নিয়ে এসে, আলেম সাজিয়ে তাদেরকে সেকুলার তথা বাম-রাম'রা বিভিন্ন রকমের বিব্রতকর প্রশ্ন করে, তার পাল্টা জবাবে তাঁরা যথাযথ জবাব দিতে পারেনা, এভাবে তারা ইসলামকে ছোট করে। তারা প্রমান করতে চায় যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান নয় বরং এটি একটি অসম্পূর্ণ জীবন বিধান। তারা এটা ইচ্ছা করেই করে। তারা কোন শাইখ বা মাদানি বা কোন ইসলামী স্কলারকে তাদের অনুষ্ঠানে ডাকে না। কারন তাদের ডাকলে তারা তো ঐ নাস্তিক, বাম-রাম'দের সকল বিব্রতকর প্রশ্নের কুরআন ও সহিহ হাদিসের আলকে দাঁত ভাঙ্গা জবাব দিবে। তখন ঐ নাস্তিকরা উল্টো ফাঁপরে কাপড় নষ্ট করে ফেলবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।