Bringing about gentle and painless death from incurable Death. আর্তনাদ আর অভিশাপের বিকেল-- ঘোরগ্রস্থ টেলিফোনে ভেসে আসে গার্হস্থ্য বিজ্ঞান, বেদনাতুর বিলাপ, মৌনতা। অথচ গ্যালো গোলাপী রাতে-- স্পর্শ বিজ্ঞান,হিতাহিত উষ্ণতা, হাসির দমক উচ্ছ্বল চোখে প্রিয় শরৎ। রাতের নাভীমূলে স্বেচ্ছাচারী আগ্রাসন গোলাপ নির্যাসে টুকে রাখা কস্তুরীঘ্রাণ। ধূপকাঠি জ্বলেছিলো সারাটি রাত প্রহর কেটে যায় পক্ষাঘাতগ্রস্থ হয় চাঁদ বাতাবি ঘ্রাণ অন্ধকারের নোলকে মাকড়শা ফাঁদ, বৃত্তবন্ধী জালে তবু এসেছিলো নৃত্যরত হাওয়াজল ঘরে... আলস্যের গৃহবন্ধীঠান্ডা বিকারহীন অসুস্থ বিকেল হলুদ ফ্যাকাশে বিকেল হাহাকার আর অভিশাপের বিকেল! উৎসর্গ - কালোপরী আপুকে ছবিসূত্র- গুগল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।